শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-ভারত লড়াই

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-ভারত লড়াই

আইসিসি টি-২০ বিশ্বকাপে অভিষিক্ত হয়েই সবাইকে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। যে দেশে ক্রিকেটের নামগন্ধও নেই তারাই টানা দুই ম্যাচ জিতে স্পুার এইটের পথে ছুটে চলেছে। আর মাত্র একটা পয়েন্ট পেলেই গ্রুপ পর্বের বাধা পাড়ি দিবে দলটি। এমন সমীকরণ নিয়ে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়। আজকের ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে। দুই দেশের নাম থাকলেও ক্রিকেটাররা মূলত একই দেশের! ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা সৌরভ আজ খেলবেন তারই দেশের বিপক্ষে। কেবল সৌরভ কেন, ভারতীয় বংশোদ্ভূত আরও পাঁচজন আছেন যুক্তরাষ্ট্র দলে। এই ভারতীদের পারফরম্যান্সই পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ভারতের বিপক্ষে কী করবে তারা! বিশ্বকাপে এ গ্রুপে সুবিধাজনক স্থানে আছে যুক্তরাষ্ট্র। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট রয়েছে ভারতেরও। তবে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে ভারত।  আজকের ম্যাচে যারাই জিতবে তাদের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। হারলেও সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারত পরের ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে।

সর্বশেষ খবর