বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

কিংসে এবার চার ব্রাজিলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

কিংসে এবার চার ব্রাজিলিয়ান

ঘরোয়া ফুটবল মৌসুমে দলবদল চলছে। এর পরই আসর মাঠে গড়াবে। অন্য বার ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, পেশাদার লিগ মৌসুমে তিনটি আসর হলেও এবার বাড়ছে আরও দুই টুর্নামেন্ট। লিগ চ্যাম্পিয়ন ও কাপ চ্যাম্পিয়ন নিয়ে ইউরোপের অধিকাংশ দেশে দুই দলের লড়াই দিয়ে মৌসুম শুরু হয়। এবার বাংলাদেশেও তার দেখা মিলবে। বসুন্ধরা কিংস গেল মৌসুমে তিন আসরেই শিরোপা জিতেছে। অন্যদিকে ঢাকা মোহামেডান তিন আসরেই রানার্সআপ। তাই কিংস ও মোহামেডানকে নিয়ে নতুন টুর্নামেন্টের পর্দা উঠবে। যার নাম দেওয়া হয়েছে ‘চ্যালেঞ্জ কাপ’। ২০২৪-২৫ মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়েই। মৌসুম শেষ হবে ‘ক্লাব কাপ’ দিয়ে। এটি কোনো নতুন টুর্নামেন্ট নয়, ২০০৯ সালে ক্লাব কাপ প্রথমবারের মতো মাঠে গড়ালে ব্যাপক সাড়া পড়ে। অথচ এ জনপ্রিয় আসর তিনবার আয়োজন করেই শেষ।

ঘরোয়া ফুটবলে প্রাণ ফেরাতে নতুন মৌসুমে ক্লাব কাপ ফিরছে। এ ছাড়া লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ তো থাকছেই। গেল মৌসুমে ট্রেবল জেতে বসুন্ধরা কিংস। এবার পাঁচ ট্রফি জিততে দলকে আরও শক্তিশালী করছে কিংস ম্যানেজমেন্ট। স্থানীয়দের মধ্যে বেশ কজন ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে। পারফর্ম করা সবাই থাকছেন। নতুনভাবে যোগ দিচ্ছেন শেখ জামাল ধানমন্ডির ফয়সাল আহমেদ ফাহিম। এ ছাড়া গতবার বিভিন্ন লিগে যেসব তরুণকে ধার হিসেবে অন্য ক্লাবে খেলার সুযোগ করে দিয়েছিল তাদের দলে টানবে। বিদেশিদের মধ্যে এবার প্রথমবারের মতো চার ব্রাজিলিয়ান ফুটবলার দেখা যাবে কিংসে। রবসন রবিনহো ও মিগেল ফিগেরা তো আছেনই; ঢাকা আবাহনী থেকে যোগ দিচ্ছেন তাদের পুরাতন ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। এ ছাড়া রক্ষণভাগে দেখা যাবে নতুন এক ব্রাজিলিয়ানকে। ক্লাব সভাপতি ইমরুল হাসান খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও বলেছেন, ‘একজন ভালো মানের ডিফেন্ডারের প্রয়োজন অনুভব করছি। এ ক্ষেত্রে আমাদের চোখ ব্রাজিলিয়ানের দিকেই।’ যেহেতু ছয় বিদেশির নাম রেজিস্ট্রেশন করা যায় সে ক্ষেত্রে আরও দুজন মানসম্পন্ন খেলোয়াড় কিংস আনবে। এর মধ্যে একজন এশিয়ান। ডরিয়েলটন গোমেজ, এমফন উদো, গফুরভ ও বুবুরবেককে ছেড়ে দিয়েছে কিংস।

সর্বশেষ খবর