বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

হৃদয়ের আউট নিয়ে রমিজের প্রশ্ন

হৃদয়ের আউট নিয়ে রমিজের প্রশ্ন

রমিজ রাজা

আগের দিন ১১৯ রান তাড়া করে ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। সোমবার একই মাঠে প্রায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটল। ১১৪ রানের টার্গেটে বাংলাদেশ ৪ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারা ভাষ্যকার রমিজ রাজা ম্যাচটি সম্পর্কে বলেন, ‘পাকিস্তান যেমন চাপ সামলাতে না পেরে জেতা ম্যাচ হেরেছে। বাংলাদেশের অবস্থাও তাই। ১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চার সেরা ব্যাটার আউট হয়ে গেলেও হৃদয় ও মাহমুদুল্লাহ জুটি যে আস্থার পরিচয় দিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল বাংলাদেশ জিতে যাবে। হৃদয় আউট হওয়ার পরই স্নায়ুচাপে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেয়।’

রমিজ বলেন, ‘তাওহিদ হৃদয়ের এলবিডব্লিউর আউটটাও মানতে পারছি না। আমি বলব আম্পায়ারের সিদ্ধান্তই ছিল প্রশ্নবিদ্ধ। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে গেলে রান হওয়ার প্রশ্নই উঠত না। কেননা বল স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু আম্পায়ার আউটের আঙুল তুলেছিলেন বলে আউট।’

সর্বশেষ খবর