শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

শেষ সুযোগ সাউথগেটের

শেষ সুযোগ সাউথগেটের

সাউথগেট

১৯৬৬ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর ইংল্যান্ড বড় কোনো আসরে ট্রফি জিততে পারেনি। গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে হেরে যায় ইতালির কাছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন সাউথ গেট। এবারও ইংরেজদের গুরু হিসেবে কাজ করবেন তিনি। জার্মানিতে আগামী শুক্রবার শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক। কোচ সাউথ গেট বলেছেন, ‘এটা আমার শেষ সুযোগ। দীর্ঘদিন ধরে কোচের দায়িত্বে আছি। কোনো ট্রফি উপহার দিতে পারিনি। এরপরও আমাকে রাখা হয়েছে। এবারই আমার শেষ পরীক্ষা। দেখি জার্মানিতে আমার কপাল খুলে কি না।’ সাউথগেটের প্রশিক্ষণে গত বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে হেরে যায়। এবার ইউরোতে ব্যর্থ হলে ইংল্যান্ড ফুটবল দলে নতুন কোচের দেখা মিলবে তার নিশ্চিতেই বলা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর