বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

কানাডাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

কানাডাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান

আইসিসি টি-২০ বিশ্বকাপে কানাডাকে হারিয়ে টিকে রইল পাকিস্তান। গতকাল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে কানাডা ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে। জবাবে ১৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয় তুলে নেন বাবর আজমরা। ৭ উইকেটের এই জয়ে এ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো পাকিস্তান। এই গ্রুপে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুটি স্থানে আছে ভারত ও যুক্তরাষ্ট্র। গতকাল কানাডা প্রথমে ব্যাটিংয়ে নামে। শুরুতে ভালো রান সংগ্রহের ইঙ্গিতও দেয় তারা। তবে তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন মোহাম্মদ আমির। তিনি ওপেনার নাভনিত ধালিওয়ালকে ৪ রানেই সাজঘরে ফেরান বোল্ড করে। কানাডার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যারন জনসন। বাকিদের কেউই বড় স্কোর করতে পারেননি। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। জবাব দিতে নেমে দেখেশুনেই খেলতে থাকে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া অধিনায়ক বাবর আজম করেন ৩৩ রান। পাকিস্তান পরের ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

কানাডা ইনিংস : ১০৬/৭, ২০ ওভার

পাকিস্তান ইনিংস : ১০৭/৩, ১৭.৩ ওভার

ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

সর্বশেষ খবর