বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সময় ভালো যাচ্ছে না সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

সময় ভালো যাচ্ছে না সাকিবের

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ইদানীং সময় ভালো যাচ্ছে না দেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিবের। ৩৭ বছর বয়সি দেশসেরা অলরাউন্ডার পারফরম্যান্স করতে পারছেন না। রান পাচ্ছেন না। উইকেট পাচ্ছেন না। নিজে চাপে পড়ছেন। দলকে চাপে ফেলে দিচ্ছেন। এতটাই বাজে সময় পার করছেন, দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪ রানে হারের পর ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ অবসরের পরামর্শ দিয়েছেন সাকিবকে, ‘গত বিশ্বকাপেই আমার মনে হয়েছে, সাকিবকে আর টি-২০তে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। এত সিনিয়র ক্রিকেটার, তার ওপর অধিনায়ক ছিল, পরিসংখ্যানের অবস্থা এমন, নিজেরই এই সংস্করণ থেকে অবসর নেওয়া উচিত।’ ভুল বলেছেন কি শেবাগ? চলতি টি-২০ বিশ্বকাপে যে দুটি ম্যাচ খেলেছেন, দেশসেরা ক্রিকেটারের পারফরম্যান্স যাচ্ছেতাই। শ্রীলঙ্কা ম্যাচে ৮ রানের পাশাপাশি ৪ ওভারে রান দেন ৩০। দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৩ রান করেন এবং এক ওভারে রান দেন ৬। ছন্দ হারিয়ে আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে পাঁচে নেমেছেন। বাংলাদেশকে বিশ্বকাপের সুপার এইট খেলতে ব্যাট ও বল হাতে সাকিবকে জ্বলে উঠতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের পারফরম্যান্সের বিকল্প নেই।

দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিব শতভাগ ব্যর্থ। ৩ রান করে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন। বোলিংয়ে এক ওভারে ৬ রান দিলে তার কোটা পূরণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার হাতছানি ছিল সাকিবের। দুই ম্যাচে উইকেটশূন্য থেকে এখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পাইপলাইনে এসে দাঁড়িয়েছেন। ক্যারিয়ারে ১২৪ ম্যাচে ১৪৬ উইকেট নেওয়া সাকিব সর্বশেষ ১০ ম্যাচের ৬ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে ১০ ম্যাচে উইকেট নেন ১০টি। ১২৪ ম্যাচ ক্যারিয়ারে রান করেছেন ২৪২১। হাফ সেঞ্চুরি ১২টি। সর্বশেষটি ১৯ ইনিংস আগে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। সর্বশেষ ১০ ইনিংসে তার রান ১৮.৭৫, গড়ে ১৫০। শুধু এবারের বিশ্বকাপেই নয়, গত দুই টি-২০ বিশ্বকাপেও পুরোপুরি ব্যর্থ ছিলেন বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার। ২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচে রান করেছিলেন ১৩১। গত আসরে ৫ ইনিংসে মাত্র ৪৪। এমন পারফরম্যান্সে তার দলভুক্তি প্রশ্ন তুলেছে।

সর্বশেষ খবর