বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

উইকেট শিকারে জাম্পার সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

উইকেট শিকারে জাম্পার সেঞ্চুরি

সতীর্থকে নিয়ে অ্যাডাম জাম্পার উৎসব

দক্ষিণ আফ্রিকার পর টি-২০ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। গতকাল অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ৯ উইকেটে নামিবিয়াকে হারিয়ে সেরা আট নিশ্চিত করেছে তারা। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া শেষ ম্যাচ খেলবে। এখানেই নিষ্পত্তি হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এর আগে ওমান ও ইংল্যান্ডকে পরাজিত করে তারা। নামিবিয়াকে হেসেখেলেই হারায় সাবেক চ্যাম্পিয়নরা। মাত্র ৭২ রানে অলআউট হলেও নামিবিয়া ১৭ ওভার পর্যন্ত টিকে ছিল। ম্যাচে এটাই তাদের প্রাপ্তি। লো স্কোর হওয়ায় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। চলতি বিশ্বকাপে লো স্কোরিং ম্যাচেও যে অঘটন ঘটছে অ্যান্টিগুয়াতে অস্ট্রেলিয়ার দাপটের সামনে পাত্তাই পায়নি দুর্বল প্রতিপক্ষ।

জয়ের লক্ষ্যে পৌঁছতে ৫.৪ অর্থাৎ মাত্র ৩৪ বলেই তা তুলে নেয়। তখনো শেষ হয়নি পাওয়ার প্লে। টি-২০ বিশ্বকাপে এর চেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের নজির আছে আর একটি। ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে গুটিয়ে ৯০ বল বাকি রেখে ম্যাচ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। একতরফা ম্যাচে উল্লেখযোগ্য দিক ছিল টি-২০-তে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে স্পিনার জাম্পার ১০০ উইকেট পূরণ। ৪ ওভারে মাত্র ১২ রানে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর