বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা
নারী ক্রিকেট লিগ

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

পুরুষ ফুটবল লিগে ২২ বছরে শিরোপার দেখা নেই। ক্রিকেট ও হকিতেও দৈন্যদশা। বড় তিন খেলায় লিগ জেতাটা মোহামেডানের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। তবে হতাশার মধ্যে সাদা-কালো শিবিরে আলো ছড়িয়েছেন নারী ক্রিকেটাররা। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ১০ দলের লিগে টানা ৯ ম্যাচ জিতে শিরোপার উৎসবে মেতেছে সাদা-কালোরা। অন্যান্য টুর্নামেন্টে শিরোপা জিতলেও লিগ যেন তাদের কাছে সোনার হরিণ। হারানো গৌরব উদ্ধার করার ম্যাচে মোহামেডান ৪৬ রানে রূপালী বাংক ক্রীড়া পরিষদকে হারায়। বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাট করতে নেমে ২৪৯ রান সংগ্রহ করে। জবাবে রূপালী ব্যাংক থেমে যায় ২০৩ রানে। ৯ ম্যাচে ৭ জয়ে রূপালী ব্যাংক তৃতীয় এবং ৮ জয়ে আবাহনী হয়েছে রানার্সআপ। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৪৪৬ রান করেন মুর্শিদা খাতুন। সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৯ রানের ইনিংসও আসে তার ব্যাট থেকে। ৭ ইনিংসে ১ সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩৭৭ রান করেন সোবহানা সোস্তারি। শেষ ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৬৮ রানের অনবদ্য ইনিংস। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে মোহাডেমান এবার কাউকে পাত্তা দেয়নি।

সর্বশেষ খবর