শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

জিতলেই সুপার এইটে মার্কিন যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

শুধু যৌথ আয়োজক নয়, টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম খেলছে যুক্তরাষ্ট্র। আর অভিষেক আসরেই ইতিহাস লেখার অপেক্ষায় দেশটি। আজ ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্র নিজেদের শেষ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। জিতলে তিন জয়ে ৬ পয়েন্ট পেয়ে তারা সুপার এইটে জায়গা করে নেবে। ক্রিকেটে অপরিচিত দেশ হয়েও টি-২০-তে বিশ্বকাপে প্রথম খেলেই নকআউট পর্বে জায়গা করে নেওয়াটা অবশ্যই গৌরবের। অবশ্য আজ যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তার পরও তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। ম্যাচটি হবে ফ্লোরিডায়, সেখানে অবিরাম বৃষ্টি হচ্ছে। আজও হওয়ার আভাস রয়েছে। সে ক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হতে পারে। আর এতে পাকিস্তানের সুপার এইটের আশা শেষ হয়ে যাবে। তিন ম্যাচে তাদের এখন সংগ্রহ ২ পয়েন্ট। তখন আয়ারল্যান্ডকে হারালেও পাকিস্তানকে ঘরে ফিরতে হবে। গ্রুপে ভারত তিন ম্যাচ জিতে সুপার এইটে উঠে গেছে।

সর্বশেষ খবর