শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করছে ইংলিশরা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করছে ইংলিশরা

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সুপার এইট নিশ্চিত। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গী হওয়ার রেসে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

অবশ্য ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে স্কটিশরা। দলটির শেষ ম্যাচ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামীকাল ভোরে দুই দলের ম্যাচ। তার আগে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলে ফেলবে গ্রুপের শেষ ম্যাচ। নামিবিয়ার বিপক্ষে জিতলে জশ বাটলারের দলের পয়েন্ট হবে ৫। তখন বর্তমান চ্যাম্পিয়নদের পুরোপুরি নির্ভর করবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের ফলের ওপর। দুই দলের ম্যাচটি যদি ভেসে যায় বৃষ্টিতে। তাহলে পয়েন্ট ভাগ হবে। এক পয়েন্ট পাওয়া সুবিধা নিয়ে সুপার এইটে খেলবে স্কটিশরা। অস্ট্রেলিয়া যদি সহজেই জিতে যায়, তাহলে রানরেট প্রাধান্য পাবে। আজ চার ম্যাচ। তিনটিই আনুষ্ঠানিকতার। দক্ষিণ আফ্রিকা-নেপাল আনুষ্ঠানিকতার ম্যাচ। প্রোটিয়ারা ‘ডি’ থেকে সুপার এইটে উঠেছে। নেপালের এটা শেষ ম্যাচ। নিউজিল্যান্ড ও উগান্ডার ম্যাচটিও আনুষ্ঠানিকতার। দুই দলই গ্রুপ পর্ব দিয়ে শেষ করছে বিশ্বকাপ। কানাডা-ভারত ম্যাচটিও আনুষ্ঠানিকতার। গ্রুপ ‘এ’ থেকে ভারত সুপার এইটে খেলবে। যদিও যুক্তরাষ্ট্র হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে, তাহলে আগামীকালের পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ রূপ নিবে আনুষ্ঠানিকতায়। যদি যুক্তরাষ্ট্র হেরে যায়, তাহলে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে আইরিশদের বিপক্ষে।

 

সর্বশেষ খবর