শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের মুখোমুখি কানাডা

ক্রীড়া ডেস্ক

আইসিসি টি-২০ বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের খোঁজে লড়াইয়ে নামছে ভারত। আজ লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কে কানাডার মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে ভারত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৬ রানে এবং যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে তারা। অন্যদিকে কানাডা তিন ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে (আয়ারল্যান্ডের বিপক্ষে)। হেরেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কাছে। ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। এই গ্রুপের অপর দল হতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে বিদায় নিতে হবে। ভারত অবশ্য নিজেদের পারফেক্ট চার নিয়েই ভাবছে। টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে খেলার আশা করছেন রোহিত শর্মারা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর