শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টিতে সর্বনাশ পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে সর্বনাশ পাকিস্তানের

বৃষ্টিসিক্ত মাঠ দেখছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস

পাকিস্তান এক দিনের বিশ্বকাপ জয় করেছিল ১৯৯২ সালে। ইমরান খানের নেতৃত্বে জয় করা সেই বিশ্বকাপে বৃষ্টির বড় ভূমিকা ছিল। আইসিসি টি-২০ বিশ্বকাপে এবার বৃষ্টির ভূমিকা অনেক। ইংল্যান্ড যেমন স্কটিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বিপদে আছে। পাকিস্তানেরও বৃষ্টিতে সর্বনাশ হলো। গতকাল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ হওয়ার কথা ছিল ফ্লোরিডায়। বৃষ্টির কারণে ম্যাচটা মাঠেই গড়ায়নি। মাঠে গড়ালেও যে পাকিস্তানের সম্ভাবনা বেশি ছিল, বলা যাবে না। যুক্তরাষ্ট্র দারুণ ফর্মে ছিল। আইরিশদের বিপক্ষে তারাই ছিল ফেবারিট। খেলা হলে হয়তো যুক্তরাষ্ট্রই জয় পেত! সেসব নিয়ে এখন বিতর্ক তুলে আর লাভ কী। বৃষ্টির কারণে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে, এটাই বড় সত্য। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপারওভারে হেরেই নিজেদের বিপদ বাড়িয়ে নিয়েছিল। এরপর ভারতের কাছে ৬ রানের হারটাও ছিল অবিশ্বাস্য। পরে কানাডার বিপক্ষে জিতলেও পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজতে শুরু করে। গতকাল বৃষ্টি এসে বিদায়ের চূড়ান্ত ঘোষণাটাই কেবল দিয়ে দেয়। এবারের বিশ্বকাপটা কেবল ভিন্ন আঙ্গিকেই হচ্ছে না, ভিন্ন ধরনের ঘটনাও দেখছে দর্শক। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা একে একে বিদায় নিচ্ছে। নতুন দলগুলো নিজেদের মেলে ধরছে। আফগানিস্তানও এবার অনেক দূর যেতে পারে।

সর্বশেষ খবর