শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ইতালির ইউরো যাত্রা

চ্যাম্পিয়ন ইতালির ইউরো যাত্রা

উয়েফা ইউরো কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয় ইতালি। ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ২০২১ সালে অনুষ্ঠিত সেই ফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছিল আজ্জুরিরা। গতকাল থেকে শুরু হয়েছে ইউরো কাপের লড়াই। আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। তাদের প্রতিপক্ষ আলবেনিয়া। কঠিন গ্রুপেই লড়াই করতে হবে ইতালিকে। বি গ্রুপে ইতালি ও আলবেনিয়া ছাড়াও আছে স্পেন ও ক্রোয়েশিয়া। আজ অপর ম্যাচে খেলতে নামছে স্পেন-ক্রোয়েশিয়া। এবারের ইউরো কাপের সবচেয়ে কঠিন গ্রুপেই পড়েছে তিন ফেবারিট। স্পেন ও ক্রোয়েশিয়া ইউরো কাপে টানা চতুর্থ আসরে মুখোমুখি হচ্ছে। ২০১২ সাল থেকেই মুখোমুখি হচ্ছে দল দুটি। আগের তিনবারে দুবারই জয় পেয়েছে স্পেন। অন্যদিকে ক্রোয়েশিয়া জয় পেয়েছে একবার। ২০২১ সালে দুই দলের শেষ ষোলোর লড়াইয়ে ৮ গোল দেখেছে দর্শকরা। ৫-৩ ব্যবধানে ম্যাচটা জয় করে স্পেন। অন্যদিকে ইতালি-আলবেনিয়া প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে। এর বাইরে দুই দল চারবার খেলেছে। চারবারই জয় পেয়েছে ইতালি।

 

সর্বশেষ খবর