শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

৮৬ বছর পর হাঙ্গেরি-সুইজারল্যান্ড

উয়েফা ইউরো কাপে আজ মাঠে নামছে হাঙ্গেরি-সুইজারল্যান্ড। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। বড় কোনো টুর্নামেন্টে ৮৬ বছর পর মুখোমুখি হচ্ছে দুই দল। ১৯৩৮ সালের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে নেমেছিল হাঙ্গেরি-সুইজারল্যান্ড। সেবার হাঙ্গেরি ম্যাচটা জয় করে ২-০ গোলে। এরপর এবারই প্রথম। মাঝখানে দীর্ঘ সময় দুটি দলই বড় টুর্নামেন্টগুলোর বাইরে ছিল। তবে বর্তমানে নিয়মিতই বিশ্বকাপ ও ইউরো খেলছে সুইসরা। হাঙ্গেরিও ইউরো কাপে নিয়মিত হয়েছে। এমনিতে বাছাইপর্ব কিংবা প্রীতি ম্যাচ মিলে দুই দল প্রায়ই মুখোমুখি হয়। গত ৯ ম্যাচের মুখোমুখিতে সুইজারল্যান্ড জয় পেয়েছে ছয়টিতে। হাঙ্গেরি জিতেছে কেবল একটি। শেষবার সুইসরা হাঙ্গেরির কাছে হেরেছে ১৯৯৮ সালে। এবার কী হতে যাচ্ছে!

সর্বশেষ খবর