শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়ায় রুপা জিতলেন রিতু

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ায় রুপা জিতলেন রিতু

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের হাই জাম্পে রুপাজয়ী রিতু আক্তার

মালয়েশিয়ার আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রুপার পদক জয় করেছেন রিতু আক্তার। মেয়েদের হাই জাম্পে ১.৭৫ মিটার অতিক্রম করে দ্বিতীয় হয়েছেন তিনি। রিতুর সেরা ১.৭৬ মিটার। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় এ উচ্চতা অতিক্রম করেছিলেন রিতু। ১০টি দেশের ১৫ জন মেয়ের সঙ্গে লড়াই করেছেন তিনি। ৫ ফুটবল ১০ ইঞ্চি উচ্চতার এই অ্যাথলেট বলছেন, উন্নত প্রশিক্ষণ পেলে আরও ভালো করতে পারবেন। মালয়েশিয়ার এ প্রতিযোগিতায় বাংলাদেশের সাতজন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশ সেনাবাহিনীর। বাকি দুজন নৌবাহিনীর। ২০০ মিটার স্প্রিন্টে হিটে তৃতীয় হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জহির রায়হান। গতকালই সেমিফাইনাল খেলতে নেমেছেন তিনি। জহির এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটারে রূপা জিতেছেন। এবার আরও বড় লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি। মালয়েশিয়ার এই প্রতিযোগিতায় এছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাই জাম্পার মাহফুজুর রহমান, দূরপাল্লার দৌড়বিদ আল আমিন, হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায়, হার্ডলসের নাজমুল হোসেন এবং পোলভল্টের সৌরভ মিয়া। মূলত আসন্ন দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস এবং এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের প্রস্তুতির জন্যই মালয়েশিয়া গিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতিটা ভালোই হচ্ছে অ্যাথলেটদের।

 

সর্বশেষ খবর