রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

নেপালের ১ রানের বিস্ময়কর হার

ক্রীড়া প্রতিবেদক

নেপালের ১ রানের বিস্ময়কর হার

অঘটনের জন্ম দিতে পারল না নেপাল। দক্ষিণ আফ্রিকার কাছে ১ রানে হেরে হতাশ নেপালের গুলশান ঝাঁ ও সম্পাল। -ক্রিকইনফো

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিতে শেষ ৬ বলে ৮ রান দরকার ছিল নেপালের। ওর্টনেল বার্টম্যানের ওভারের প্রথম ২ বলে কোনো রান নিতে পারেননি গুলশান ঝা। ৪ বলে দরকার দাঁড়ায় ৮ রান। তৃতীয় বলে বাউন্ডারি ও চতুর্থ বলে ২ রান নিলে ম্যাচ হেলে পড়ে নেপালের দিকে। সমীকরণ দাঁড়ায় শেষ ২ বলে ২ রান। এর চেয়ে সহজ টার্গেট আর কী হতে পারে? কিন্তু চলতি বিশ্বকাপের সবচেয়ে অনভিজ্ঞ দলটির ব্যাটার গুলশান ঝা শেষ ২ বলের চাপ নিতে পারেননি। পঞ্চম বলে রান নিতে ব্যর্থ। প্রয়োজন শেষ বলে ২ রান। ১ রান হলে টাই। টানটান উত্তেজনা মাঠে। বার্টম্যানের বলটি ঠিকমতো খেলতে পারেননি ঝা। প্রান্ত বদল করতে গিয়ে রানআউট। দক্ষিণ আফ্রিকা ১ রানের অবিশ্বাস্য জয় তুলে লিগ পর্ব শেষ করে। টানা চার জয়ে দক্ষিণ আফ্রিকা খেলবে সুপার এইট।

নেপালের শেষ ম্যাচ আগামীকাল ভোর সাড়ে ৫টায় বাংলাদেশের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা এর আগে ৪ রানে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে।

সেন্ট ভিনসেন্টের আরনেস ভেলে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। কিংসটাউনের উইকেটে বল ধীরলয়ে আসে। স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নেপালের দুই স্পিনার দীপেন্দ্র সিং আইরি ও কুশল ভুরটেল দারুণ বোলিং করেন।

দীপেন্দ্র নতুন বলে মিডিয়াম পেস করেন এবং প্রয়োজনে অফ স্পিন করেন। গতকাল বল থেমে আসে বলে স্পিন করেন। তার স্পেল ৪-০-২১-৩। লেগ স্পিনার কুশলের স্পেল ৪-০-১৯-৪। দলের সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে ৪ ওভারে ১৮ রান দেন। প্রোটিয়া ওপেনার রিজা হেনড্রিক্স ৪৩ রান করেন। ১১৬ রানের টার্গেটে ম্যাচসেরা শামসি তাবরিজের রিস্ট স্পিনে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে নেপাল। ওপেনার আশিফ শেখ ৪৯ বলে ৪২ রান করেন। তাবরিজের স্পেল ৪-০-১৯-৪।

 

 

সর্বশেষ খবর