রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্যাটিংয়ে তাওহিদ বোলিংয়ে রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ে তাওহিদ বোলিংয়ে রিশাদ

ব্যাট হাতে রান নেই। ছন্দ হারিয়েছেন। তারপরও আলোচনায় নাজমুল হোসেন শান্ত। বয়স ২৬। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুটি ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। ক্রিকেট বোর্ড এই তরুণ ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে। বিসিবির আস্থার প্রতিদান দিচ্ছেন নাজমুল শান্ত দল পরিচালনা করে। অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু রান হচ্ছে না ব্যাটে। গ্রুপের প্রথম তিন ম্যাচে যথাক্রমে রান করেছেন ১, ১৪ ও ৭। তারপরও টাইগার অধিনায়কের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সাহসের সঙ্গে দল পরিচালনা করছেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলের সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে এক ওভার বোলিং করান। তার কোটা পূরণ করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে। নেটিজেনরা বিষয়টির জন্য প্র্রশংসা করছেন টাইগার অধিনায়কের। তার নেতৃত্বে বাংলাদেশ এখন সুপার এইটের পথে। আগামীকাল ভোর সাড়ে ৫টায় পরিচিত ভেন্যু সেন্ট ভিনসেন্টের আরনেস ভেলে মুখোমুখি হবে নেপালের। সুপার এইটে খেলতে ‘হিমালয় দূহিতা’কে হারাতে হবে টাইগারদের। এজন্য পুরো দলকে জ্বলে উঠতে হবে। টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। জুটি গড়তে পারছে না। মিডল অর্ডার রান করছে বলে উতরে যাচ্ছে। সবাইকে পেছনে ফেলে দারুণ পারফরম্যান্স করছে বোলিং ইউনিট। নেপাল ম্যাচের আগে যে ৩টি ম্যাচ খেলেছে টাইগাররা পরিসংখ্যানে ব্যাটিংয়ে সবার ওপরে তাওহিদ হৃদয়। ৩ ম্যাচে রান ৮৬। দারুণ বোলিং করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ম্যাচে তার উইকেট ৭টি।     প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে শেষ ২ বলে ছক্কা হাঁকাতে ব্যর্থ হলে ৪ রানে হেরে যায় টাইগাররা। সুপার এইটে খেলতে নেদারল্যান্ডস ম্যাচটি রূপ নেয় জীবনবাজির। সাকিবের সুপারসনিক ব্যাটিং এবং রিশাদদের লেগ স্পিন, তাসকিন ও মুস্তাফিজুর রহমানের গতিতে ২৪ রানে হারিয়ে সুপার এইটের পাইপলাইনে উঠে যায় নাজমুল বাহিনী। ম্যাচটির আগের দুই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে পুরোপুরি ছিলেন ছন্দহীন। ব্যাটিংয়ে দলের যখন প্রয়োজন, তখন তিনি রান করেন। খেলেন ৪৬ বলে ৯ চারে ম্যাচ জেতানো ৬৪ রানের ইনিংস। টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র হাফ সেঞ্চুরি। তিন ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের ১১.১৮ স্ট্রাইক রেটে ৭৫ রান করে দুইয়ে সাকিব। শীর্ষে তাওহিদ, ৩ ম্যাচে ১২৪.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ৮৬ রান। তিনে মাহমুদুল্লাহ, রান ৩ ম্যাচে ১০০ স্ট্রাইক রেটে ৬১। চারে বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম। ১১৪.৬৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৭। পাঁচে লিটন, ৮৬.৭৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৬। বাংলাদেশ যদি সুপার এইটে খেলে, তাহলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। দশম আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সুপার এইটে সুযোগ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও খেলবে। ওই আসরেও অংশ নেবে ২০ দল। ইউরোপ থেকে ২টি, পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি, এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দুটি করে ৪টি দল সরাসরি খেলবে। যদি আইসিসির ৩০ জুন ঘোষিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে না থাকে, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে বাছাইপর্ব খেলতে হবে।

 

সর্বশেষ খবর