বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

পিছিয়ে পড়েও পর্তুগালের জয়

ক্রীড়া ডেস্ক

পিছিয়ে পড়েও পর্তুগালের জয়

উয়েফা ইউরো কাপে পিছিয়ে পড়েও জয় পেয়েছে পর্তুগাল। গত মঙ্গলবার গভীর রাতে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এফ গ্রুপের অপর ম্যাচে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে জর্জিয়াকে।

মঙ্গলবার লিপজিগের রেড বুল অ্যারিনায় ম্যাচের ৬২ মিনিটে লুকাস প্রভোডের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ৬৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের রবিন রানাচ আত্মঘাতী গোল করে পর্তুগালকে সমতায় ফেরান। এরপর ম্যাচের যোগ করা সময়ে ফ্রান্সিসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

এফ গ্রুপের অপর ম্যাচে মঙ্গলবার বেশ সহজেই জর্জিয়ার বিপক্ষে জয় পায় তুরস্ক। ম্যাচের ২৫ মিনিটে মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। ৩২ মিনিটে মিকোদাজের গোলে জর্জিয়া সমতায় ফেরে। ৬৫ মিনিটে গুলারের গোলে ফের এগিয়ে যায় তুরস্ক। ম্যাচের যোগ করা সময়ে আকতুরকুগলু গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।

ম্যাচে পর্তুগাল জিতলেও সতীর্থরা বল পাস কম করেছেন রোনালদোকে। তারপরও সিআর সেভেন ম্যাচ জয়ের অন্যতম নায়ক।

সর্বশেষ খবর