শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

প্যারিস অলিম্পিকে আর্চার সাগর

ক্রীড়া প্রতিবেদক

প্যারিস অলিম্পিকে আর্চার সাগর

২৬ জুলাই পর্দা উঠছে দুনিয়া কাঁপানো অলিম্পিক গেমসের। ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে এ আসর। ১১ আগস্ট শেষ হবে ৩৩তম অলিম্পিক গেমসের। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে। এবারও খেলবে। কতজন প্রতিযোগী অংশ নেবেন তা এখনো ঠিক হয়নি। তবে ডিসিপ্লিনে আর্চারি থাকছেই। কেননা বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তুরস্কের আনতানিয়ায় প্যারিস অলিম্পিকের বাছাই টুর্নামেন্টে রিকার্ভ এককে রুপা জেতার পাশাপাশি অলিম্পিকের কোটা নিশ্চিত করেছেন তিনি। মূলত সেমিফাইনালে ওঠার পরই তার প্যারিস অলিম্পিকে তীর ছুড়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। এরপর আবার ফাইনাল খেলেন। ২০১৬ সালে বাংলাদেশ থেকে প্রথম অলিম্পিকে যোগ্যতা অর্জন করে খেলেন গলফার সিদ্দিকুর রহমান। এরপর টোকিও অলিম্পিকে যোগ্যতা নিয়ে খেলেন আর্চার রোমান সানা। তিনি অবশ্য এখন জাতীয় দলে সুযোগ পান না। তুরস্কের আসর থেকে পুরুষ এককে পাঁচজনের কোটা থাকায় সেমিতে উঠেই অলিম্পিক গেমসে জায়গা করে নেন সাগর। আনতানিয়ায় ব্যর্থ হলে সাগর অলিম্পিকে খেলার সুযোগ হারাতেন। স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুশি।

সর্বশেষ খবর