বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

শুরুতেই মুখোমুখি আর্জেন্টিনা-কানাডা

ক্রীড়া ডেস্ক

শুরুতেই মুখোমুখি আর্জেন্টিনা-কানাডা

আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে আগেই। কিছুদিন আগে শুরু হয়েছে ইউরো কাপ। এবার আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকাও শুরু হতে যাচ্ছে। কাল সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ল্যাটিন ফুটবলে সেরা হওয়ার লড়াই। কোপা আমেরিকার গত আসরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসিরা। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসি বলেছেন, শিরোপা জয় করাই আর্জেন্টিনার লক্ষ্য। এবারের আসর বসছে যুক্তরাষ্ট্রে। লিওনেল মেসির বেশ পরিচিত এখানকার মাঠগুলো। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। এবারের আসরে আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে খেলবে চিলি, পেরু ও কানাডার সঙ্গে। ব্রাজিল ‘ডি; গ্রুপে খেলবে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার সঙ্গে। এ ছাড়া ‘বি’ গ্রুপে খেলবে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা এবং

‘সি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।

কোপা আমেরিকার এবারের আসরে ল্যাটিন আমেরিকার ১০টি দল ছাড়াও উত্তর ও মধ্য আমেরিকার ৬টি দল অংশ নিচ্ছে। দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ সালেও কোপা আমেরিকা আয়োজন করেছিল তারা। সেবার আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চিলি। এবার জিতবে কে?

 

 গ্রুপ

এ : আর্জেন্টিনা, পেরু, চিলি ও কানাডা।

বি : মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা।

সি : যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।

ডি : ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

সর্বশেষ খবর