বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

মাইলফলকের হাতছানি সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

মাইলফলকের হাতছানি সাকিবের

নেপাল ম্যাচে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান। ইনিংসের ২০তম ওভারের প্রথম দুই বলে আউট করেন সম্পাল কামি ও অভিনাস বোহরাকে। টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগান। কিন্তু নেপালের ইনিংস শেষ হয়ে যাওয়ায় হ্যাটট্রিক করা হয়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। তাই বলে সুযোগ থাকছে না, তেমন নয়। আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজের স্পেলের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিকের বিরল রেকর্ড গড়তে পারবেন। শুধু হ্যাটট্রিক নয়, আরও একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে সাকিবের। প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়বেন। তার উইকেট সংখ্যা বর্তমানে ৪০ ম্যাচে ৪৯ উইকেট। সাকিব বিশ্বকাপে খেলতে আসেন ৪৭ উইকেট নিয়ে। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে কোনো উইকেট পাননি বাঁ হাতি স্পিনার।

নেপাল ম্যাচে অধরা উইকেটের দেখা পান। এ ম্যাচে সাকিবের স্পেল ছিল ২.২-০-৯-২। বিশ্বকাপে সাকিবের কাছাকাছি উইকেট সংখ্যা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির, ৩৪ ম্যাচে ৩৯টি।

সর্বশেষ খবর