শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

নাজমুলকে নিয়েই যত ভাবনা

আসিফ ইকবাল

নাজমুলকে নিয়েই যত ভাবনা

টি-২০ বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে যায় বাংলাদেশ। ছয় দেশের অভিবাসীদের নিয়ে গড়া দল যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম দুই ম্যাচে পাত্তাই দেয়নি নাজমুলবাহিনীকে। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে শুধু ব্যবধান কমায় টাইগাররা। অথচ রানের দেখা মিলেনি টাইগার অধিনায়কের। শুধু কি যুক্তরাষ্ট্র সিরিজ, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও রান পাননি নাজমুল। মনে হয়েছিল টি-২০ বিশ্বকাপ শুরুর পর ছন্দে ফিরবেন। সেটা হয়নি। টি-২০ বিশ্বকাপ শুরুর পর আরও বেশি চাপে পড়ে যান নাজমুল। গ্রুপ পর্বের চার ম্যাচে রান করেছেন সাকল্যে ২৬। নামের প্রতি সুবিচার করতে পারছেন না নাজমুল। অবশ্য দল পরিচালনা করছেন দারুণভাবে। দলনায়কের এমন ছন্দহীন পারফরম্যান্সের পরও পাশে পাচ্ছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরাসিংহেকে। টাইগার কোচ বলছেন কন্ডিশনের জন্যই পারফরম্যান্স করতে পারছেন না নাজমুল। তিনি বলেন, ‘শুধু শান্ত নয়, গ্রুপ পর্বে বেশিরভাগ দলের টপ অর্ডারই রান খরায় ভুগেছে। নতুন বলে উইকেটগুলো ব্যাটারদের জন্য কঠিন ছিল। কত রানের উইকেট, এটা না বুঝেই প্রতিটি দল খেলতে নেমেছে। খেলার মাধ্যমে ব্যাটসম্যানকে কন্ডিশন বুঝতে হচ্ছে। শান্ত ম্যাচ জেতানো খেলোয়াড়। বাংলাদেশ দলের জন্য সে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি নিশ্চিত, কন্ডিশন ভালো হলে সেও ভালো করবে। সব টপ অর্ডারের জন্যই এটা চ্যালেঞ্জিং।’

‘শুধু শান্ত নয়, গ্রুপ পর্বে বেশিরভাগ দলের টপ অর্ডারই রান খরায় ভুগেছে। নতুন বলে উইকেটগুলো ব্যাটারদের জন্য কঠিন ছিল। কত রানের উইকেট, এটা না বুঝেই প্রতিটি দল খেলতে নেমেছে। খেলার মাধ্যমে ব্যাটসম্যানকে কন্ডিশন বুঝতে হচ্ছে। শান্ত ম্যাচ জেতানো খেলোয়াড়। বাংলাদেশ দলের জন্য সে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি নিশ্চিত, কন্ডিশন ভালো হলে সেও ভালো করবে।’

২০১৬ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু নজরকাড়া ব্যাটিং করেছিলেন নাজমুল। তখন থেকেই দেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার ভাবা হচ্ছিল তাকে। পরের বছর নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ধারাবাহিক নন বলে বাদ পড়েন। আবার সুযোগ পান। এরপর থেকে দলের ভরসা হয়ে উঠছেন। এখন টেস্ট, ওয়ানডে ও টি-২০ এ তিন ফরম্যাটের অধিনায়ক। টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নাজমুলের। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল। তার নেতৃত্বে ভালো খেলছে বাংলাদেশ। শুধু টাইগার অধিনায়ক চাপে পড়ে গেছেন। এখন কষ্ট করছেন রানে ফিরতে। সুপার এইটের ম্যাচগুলোতে রান হচ্ছে। হয়তো সুযোগ মিলছে রানে ফেরার।

৪৩ টি-২০ ম্যাচের ৪১ ইনিংসে ২২.৮৩ গড়ে ৮২২ রান করেছেন নাজমুল। স্ট্রাইক রেট ১০৬.৭৫। হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে ৪টি। সর্বশেষটি করেছেন ১৩ ইনিংস আগে। চলতি মার্চে সিলেটে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। পরের ১২ ইনিংসে সর্বোচ্চ ৩৬, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪, নেদারল্যান্ডসের বিপক্ষে ১ ও নেপালের বিপক্ষে ৪ রান করেন। সব মিলিযে ৪ ম্যাচে ৬.৫০ গড়ে ২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ৫৯.০৯। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ইনিংসে রান করেন ৩৬ ও ৩। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে স্কোরগুলো ছিল ৩৬, ২, ৬, ১৬ ও ২১। ছন্দে ফেরাটা জরুরি টাইগার অধিনায়কের। দলের মূল থিঙ্ক ট্যাংক হাথুরাসিংহে দলকে চাপমুক্ত ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। চাপমুক্ত থেকে উপভোগ্য ক্রিকেট খেলতে বলেছেন। তিনি বলেন, ‘আমরা যখন এ টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের টার্গেট ছিল সুপার এইট। আমরা দারুণভাবে সেটা পূর্ণ করেছি। বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে কাজে লাগাতে পেরেছি। সামনের দিনগুলো, মানে সুপার এইটে আমরা যা কিছু পাব, আমাদের জন্য সেসব বোনাস। এখন তাই অনেক স্বাধীনতা নিয়ে খেলব। গ্রুপের প্রতিটি দলকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর