শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে ভুটানের নিচে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে ভুটানের নিচে বাংলাদেশ

ঘরোয়া ফুটবলে দলবদলে টাকা উড়ছে। সত্য-মিথ্যা যা-ই হোক, এবার নাকি সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় ১ কোটি টাকায় একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ৮০, ৬০, ৫০, ৪০ কিংবা ৩০ লাখের কমে পরিচিত খেলোয়াড়দের দলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে মাঝারি মানের ক্লাবগুলোও চিন্তিত। কারণ এত টাকা পাবে কোথায়? দল সাজাতেই হিমশিম খেতে হচ্ছে। প্রতি মৌসুমেই পারিশ্রমিক বাড়ছে। অথচ পারফরম্যান্স নেমেই চলেছে। জাতীয় দল হতাশা ছাড়া কিছুই দিতে পারছে না। মাঝে কয়েকটি জয়ে স্বস্তি এলেও জাতীয় দল কোনোভাবেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না। এতটা খারাপ অবস্থা যে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ভুটানেরও নিচে। যে দেশ একসময় ম্যাচ শুরুর আগে কম গোল দিতে অনুরোধ রাখত, তারাও বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এর চেয়ে লজ্জা আর কী হতে পারে। র‌্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে নিচে থাকাটা নতুন কিছু নয়। তবে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিতে খেলে লজ্জাটা কাটালেও আবার আগের অবস্থানে বাংলাদেশ। সর্বশেষ যে ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে ভুটানের অবস্থান ১৮৩ নম্বরে আর বাংলাদেশ ১৮৫। ভারতের তিন ধাপ অবনমন হলেও ১২৪তম স্থানে থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তারাই শীর্ষে। মালদ্বীপ ১৬০, নেপাল ১৭৫, পাকিস্তান ১৯৭ ও শ্রীলঙ্কা রয়েছে ২০৫তম স্থানে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরেই অবস্থান করছে। ফ্রান্স ২, বেলজিয়াম ৩, ব্রাজিল ৪, ইংল্যান্ড ৫, পর্তুগাল ৬, নেদারল্যান্ডস ৭ ও স্পেন আছে ৮-এ।

সর্বশেষ খবর