শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

গোল উৎসবে গ্রুপসেরা বাংলাদেশ

গোল উৎসবে গ্রুপসেরা বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকির বাছাই পর্বে গোল উৎসব চলছেই বাংলাদেশের। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজেরা। টুর্নামেন্টে সেমিফাইনাল ছাড়াও জুনিয়র হকির আসরে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছেন বাংলাদেশের যুবারা। কেননা, শীর্ষ চার দলই আসল লড়াইয়ে জায়গা করে নিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়া কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ৩ মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ। মোহাম্মদ আবদুল্লাহ প্রথম, ৭ মিনিটে মেহরাব হাসান, ৯ মিনিটে আমিরুল ইসলাম, ১৩ মিনিটে দ্বীন ইসলাম, ৩২ মিনিটে মোহাম্মদ জীবন, ৫৪ মিনিটে ফের আবদুল্লাহ ও ৬০ মিনিটে মোহাম্মদ ইসলাম শেষ গোলটি করেন। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীনা তাইপে।

সর্বশেষ খবর