শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

চ্যালেঞ্জ জানাতে ভিনিসিয়ুস প্রস্তুত

চ্যালেঞ্জ জানাতে ভিনিসিয়ুস প্রস্তুত

রিয়াল মাদ্রিদের জার্সিতে দুই মৌসুম ধরে আলো ছড়াচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৩-২৪ সিজনে ছিলেন আরও উজ্জ্বল। তার সামনে চ্যালেঞ্জ এখন ব্রাজিলের জাতীয় দলে নিজেকে মেলে ধরার। দেশের মানুষকে কোপা আমেরিকা ট্রফি উপহার দেওয়ার। তবে মিশনটা খুবই কঠিন। তারপরও ভিনিসিয়ুস চ্যালেঞ্জে জিততে চান। মাঠে নিজেকে উজাড় করে দিতে চান। প্রায় এক দশক ধরে ব্রাজিলের সেরা তারকা নেইমার। ভিনিসিয়ুসকে অনেকে নেইমারের সঙ্গে তুলনা করেন। কিন্তু রিয়াল তারকা এতে সন্তুষ্ট নন। বলেছেন, ‘নেইমার খুব উঁচুমানের ফুটবলার। আমার সঙ্গে তুলনা করলে তাকে ছোট করা হয়। আমি নিজ পরিচয়ে খেলতে চাই। ব্রাজিলের হয়ে সমর্থকদের ভালোবাসা পেতে চাই। নেইমার থাকবেন তার জায়গায়। অযথা আমাকে টেনে আনা কেন?’

ভিনিসিয়ুস বলেন, ‘আমি জানি ব্রাজিলের সমর্থকরা কতটা ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে বড় কোনো ট্রফির দেখা নেই। ২০০২ সালের পর বিশ্বকাপ ফাইনাল খেলতে পারেনি। সময়টা ভালো যাচ্ছে না। তবে বিশ্বাস করি ব্রাজিল তার চেনা রূপে ফিরবে। কোপা আমেরিকা জিতে দেশকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করতে চাই।’

সর্বশেষ খবর