শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারত সহজেই হারাল আফগানিস্তানকে

ক্রীড়া প্রতিবেদক

ভারত সহজেই হারাল আফগানিস্তানকে

সুপার এইটে ভারতের প্রথম ম্যাচের সেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব। গতকাল ব্রিজটাউনে আফগানিস্তানের বিপক্ষে ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ১৮৯.২৯ -ক্রিকইনফো

আফগানিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। ডান হাতি পেসার জশপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪৭ রানে হারিয়েছে আফগানিস্তানকে। বুমরাহর স্পেল ৪-১-৭-৩। ডট নিয়েছেন ২০টি। বুমরাহ ছাড়াও আর্শদ্বীপ সিংয়ের আগ্রাসি বোলিংয়ে আফগানিস্তান ১৩৪ রান করে। হেরে যায় ৪৭ রানে। রোহিত শর্মার ভারতের পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ বাংলাদেশ। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। আকাশসমান চাপে থেকে নিজেকে মেলে ধরেন হার্দিক পান্ডিয়া। সেই ধাক্কা কাটিয়ে দারুণ খেলছেন টি-২০ বিশ্বকাপে। বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় অলরাউন্ডার গতকাল ব্রিজটাউনে ২৪ বলে ৩২ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। ধারাবাহিকভাবে রান করছেন সূর্যকুমার। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেন ৫০ রানের অপরাজিত ইনিংস।  গতকাল ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ৫ চার ও ৩ ছক্কায়। সূর্যকুমার ও পান্ডিয়া পঞ্চম উইকেট জুটিতে ৩৭ বলে ৬০ রান যোগ করেন। দুজনের জুটিতে ২০ ওভারে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৮১ রান। বিশ্বকাপে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি এই প্রথম দুই অংকের রান করেন। ২৪ বলে ২৪ রান করেন এক ছক্কায়। ফজলহক ফারুকী ৩ উইকেট নেন। বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ১৫।

সর্বশেষ খবর