শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

ভালো উইকেটেও ব্যাটিং ব্যর্থতা

ক্রীড়া প্রতিবেদক

ভালো উইকেটেও ব্যাটিং ব্যর্থতা

রিশাদ হোসেন দুই উইকেট শিকার করলেও দলের পরাজয় রুখতে পারেননি - বিসিবি

গ্রুপ পর্বে রান করতে ব্যর্থ ছিলেন সব দলের টপ অর্ডার। সেঞ্চুরির ইনিংস নেই একটিও। গ্রুপ পর্ব শেষ। শুরু হয়েছে সুপার এইট। রান উঠছে সুপার এইটের ম্যাচগুলোতে। বাংলাদেশও খেলে ফেলেছে একটি ম্যাচ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টিস্নাত ম্যাচে ডিএল মেথডে নাজমুলবাহিনী হেরেছে ২৮ রানে। আজ আরেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ। গতকাল হেরে যাওয়া ম্যাচে রান করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য ম্যাচ শেষে আফসোস করেছেন দলীয় স্কোর কম হওয়ায়। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। টাইগার অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন ৩০ রান কম হওয়ার কথা। তিনি বলেন, ‘উইকেট খুব ভালো। কিছুটা মন্থর। একটু থেমে বল আসে। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’      

গ্রুপ পর্বে নাজমুলবাহিনীকে রান করতে ঘাম ঝরাতে হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৯ রান করেছিল। গতকাল ব্যাটিং সহায়ক উইকেটে ওভারপ্রতি ৭ রানের বেশি করতে পারেনি। না পারার অন্যতম কারণ, ওপেনিং জুটির ব্যর্থতা। টি-২০ বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ওপেনিং জুটি। যে পাঁচ ম্যাচ খেলেছে, দুই অংকের স্কোরের দেখা পায়নি ওপেনাররা। গ্রুপ পর্বের চার ম্যাচের ওপেনিং জুটির স্কোর যথাক্রমে ১, ৯, ৩ ও ০। প্রথম ম্যাচে ওপেন করেছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। শূন্য রানে ভাঙে জুটি। দ্বিতীয় ম্যাচে জুনিয়র তামিমের সঙ্গে নতুন বলে ব্যাটিং করেন লিটন দাস। এবারও ব্যর্থ ওপেনিং জুটি। ৯ রানের বেশি যোগ করেননি। পরের ম্যাচে ফের বদল। অধিনায়ক নাজমুল জুটি বাঁধেন জুনিয়র তামিমের সঙ্গে। ৩ রানে ভাঙে জুটি। নেপাল ম্যাচে স্কোর বোর্ডে রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন জুনিয়র তামিম। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ব্যর্থ। তানজিদ ফের শূন্য রানে আউট। লিটন করেন ২৫ বলে ২ চারে ১৬। ওয়ান ডাউনে ব্যাটিং করেন নাজমুল শান্ত। গ্রুপ পর্বে নাজমুল ৪ ম্যাচে ২৬ রান করেন টাইগার অধিনায়ক। গতকাল খেলেন ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রানের ইনিংস। বাংলাদেশ ডিএল মেথডে হেরেছে ম্যাচ। টপ অর্ডারে পরিবর্তন এনে ১৪০ রান করেছে। হাফ সেঞ্চুরির কোনো ইনিংস নেই। তারপরও টাইগার অধিনায়ক ব্যাটিংয়ে উন্নতি দেখেছেন। তিনি বলেন, ‘আজ টপ অর্ডারের সবাই রান পেয়েছে। এটি গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক দিনে আমরা এই জায়গায় ভুগছিলাম। তো আজকে আমরা ভালো শুরু পেয়েছি। বোলিং বিভাগ সবশেষ ২-৩ সিরিজ ধরে খুব ভালো করছে। এ বিশ্বকাপেও তারা ভালো করেছে। আমি আশাকরি তারা এই ছন্দ ধরে রাখবে এবং ভারতের বিপক্ষে আমরা ভালো ম্যাচ খেলব।’ অধিনায়ক বলছেন টপ অর্ডার রানে ফিরেছে। কিন্তু স্কোর কী বলে? জুনিয়র তামিম ৩ বলে ০, লিটন ২৫ বলে ১৬, নাজমুল ৩৬ বলে ৪১ ও রিশাদ ৪ বলে ২ রান। অবশ্য তাওহিদ হৃদয় ধারাবাহিকতায় রান করেন ২৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৪০।   

গতকাল চাপমুক্ত ব্যাটিং করতে টপ অর্ডারে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। ৭ নম্বর পজিশন থেকে রিশাদকে ব্যাটিং করানো হয় ৪ নম্বরে। কিন্তু রিশাদ ব্যর্থ। ৪ বলে ২ রান করেন। সাকিব ও মাহমুদুল্লাহর আগে রিশাদকে ৪ নম্বরে ব্যাটিং করানোর ব্যাখ্যায় টাইগার অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের কিছু জুয়া খেলতে হতো। রিশাদকে ৪ নম্বরে নামানোর কারণ জ্যাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিনে খুব ভালো। আজকে তা কাজে লাগাতে পারেনি। এমন হতেই পারে। তবে আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি আজকে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর