শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনার

কোপা আমেরিকার অধরা ট্রফি গতবারই জয় করেছেন লিওনেল মেসি। মূলত ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সাফল্য পেতে শুরু করেন তিনি। পরের বছর জয় করেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলে সম্ভাব্য সবই জয় করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলেও। তবে সাফল্যের আনন্দে আরও একবার মেতে উঠতে চান লিওনেল মেসি। গতকাল শুরু হয়েছে কোপা আমেরিকা। লিওনেল মেসি ক্যারিয়ারে সপ্তম কোপা আমেরিকায় খেলতে নেমেছেন। রেকর্ড গড়েছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলার (৩৫টি)। মেসির রেকর্ডের এই ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে কানাডার অবস্থান ৪৮ নম্বরে। ব্যবধানটা বেশ বড় হলেও ম্যাচের প্রথমার্ধে কানাডা তা বুঝতে দেয়নি। আর্জেন্টিনার আক্রমণ রুখে দিয়েছে বার বার। প্রতি আক্রমণেও গেছে। অন টার্গেট শট নিয়েছে। তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন কয়েকবার ভাঙতে পারলেও এমিলিয়ানো মার্টিনেজকে বাগে আনতে পারেনি কানাডার ফরোয়ার্ড লাইন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণ আর বাধা দিয়ে রাখতে পারেনি কানাডা। ম্যাচের ৪৯ মিনিটে জুলিয়ান আলভারেজ প্রথম গোল উপহার দেন আর্জেন্টিনাকে। ৭৬ মিনিটে আলভারেজকে উঠিয়ে লটারো মার্টিনেজকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। লটারো মার্টিনেজ ৮৮ মিনিটে গোল করে আর্জেন্টিনার ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ম্যাচের পর আর্জেন্টাইন সাংবাদিকরা কোচ স্কালোনিকে প্রশ্ন করেন, কেন মার্টিনেজ ও আলভারেজকে একসঙ্গে খেলানো হয়নি। তাহলে আক্রমণভাগটা আরও শক্তিশালী হতো। কোচ মজা করে বলেন, ডিফেন্স কি তবে আমি সামলাবো!

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গতকাল খেলতে নেমে মাঠটা মোটেও পছন্দ হয়নি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। অন্যরাও সন্তুষ্ট নন।   মার্টিনেজ বলেছেন, ‘আমাদের অবশ্যই এক্ষেত্রে (মাঠ) উন্নতি করতে হবে। না হলে কোপা আমেরিকা সব সময়ই ইউরো কাপের চেয়ে এক ধাপ নিচে রয়ে যাবে।’

সর্বশেষ খবর