শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

হ্যাটট্রিকম্যান কামিন্স

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিকম্যান কামিন্স

গতকাল সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন কামিন্স। টি-২০ বিশ্বকাপে এটি সপ্তম, অস্ট্রেলিয়ার ক্রিকেটে চতুর্থ এবং সব মিলিয়ে ৫৯তম। বিশ্বকাপে অবশ্য দেশটির এটা দ্বিতীয় হ্যাটট্রিক। কামিন্স হ্যাটট্রিক করেন দুই ওভারের টানা তিন বলে। ১৮তম ওভারের পঞ্চম বলে বোল্ড করেন মাহমুদুল্লাহ রিয়াদকে। পরের বলে সাজঘরে ফেরান শেখ মেহেদিকে। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারে আবার বোলিংয়ে আসেন কামিন্স। প্রথম বলে তাওহিদ হৃদয়কে সাজঘরে ফেরান। কিন্তু অস্ট্রেলিয়ান পেসার তখনো বুঝতে পারেননি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। তিনি বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না। জায়ান্ট স্ক্রিনে দেখলাম হ্যাটট্রিকের বিষয়টি। এরপর মার্কাস স্টয়নিসও এসে অভিনন্দন জানায়।’ ইতিহাসের পাতায় নাম লেখেন মাহমুদুল্লাহ। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ৬টি হ্যাটট্রিকের অংশীদার হন মাহমুদুল্লাহ। অস্ট্রেলিয়ার বাকি তিন হ্যাটট্রিক করেন ব্রেট লি, অ্যাস্টন আগার ও নাথান অ্যালিস।

সর্বশেষ খবর