শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

ইতালিকে হারিয়ে নকআউটে স্পেন

ক্রীড়া ডেস্ক

ইতালিকে হারিয়ে নকআউটে স্পেন

উয়েফা ইউরো কাপের চলমান আসরে বি গ্রুপকে মৃত্যুকূপ বলছিলেন সবাই। এই গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি ছাড়াও আছে ক্রোয়েশিয়া। ইউরো কাপে তিনটি দলই ফেবারিট। যে কোনো এক দল গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে পারে। বিদায়ের তালিকায় কে থাকতে পারে! স্পেন-ইতালি লড়াইটাই ছিল মূল আকর্ষণ। সেই লড়াইয়ে জয় ছিনিয়ে নিল স্পেন। বৃহস্পতিবার গভীর রাতে জার্মানির ভেলটিনস অ্যারিনায় ইতালিকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। স্পেনের অব্যাহত আক্রমণের মুখে ইতালির রিকার্ডো ক্যালাফিওরি ম্যাচের ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করেন। এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। পাশাপাশি নকআউট পর্বের টিকিটটাও পেয়ে যায় তারা। তবে হেরে বিপদে আছে ইতালি। সামনের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ হারলেই বিপদ। অবশ্য ড্র করলে নকআউট পর্বে খেলার সুযোগ পাবে ইতালি। এদিকে গত বৃহস্পতিবার ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ম্যাচের ১৮ মিনিটেই হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। তবে ৩৪ মিনিটে মোর্টেন ব্লমের গোলে সমতায় ফেরে ড্যানিশরা। সি গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে ডেনমার্ক ও স্লোভেনিয়া। গতকাল স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে ইউক্রেন।

সর্বশেষ খবর