শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

সবাইকে ছাড়িয়ে মেসি

সবাইকে ছাড়িয়ে মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অর্জনের তালিকা আরও একটু লম্বা হলো। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা নিজের করে নিলেন মেসি। গতকাল কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নেমেই ৭১ বছরের পুরনো রেকর্ডটা নিজের করে নেন তিনি। ১৯৫৩ সালে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন চিলির ফুটবলার সার্জিও লিভিংস্টোন। তিনি ১৯৪১ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ছয়টি কোপা আমেরিকায় অংশ নিয়ে ৩৪টি ম্যাচ খেলেন। লিওনেল মেসি গতবার ফাইনাল খেলেই লিভিংস্টোনের পাশে স্থান নিয়েছিলেন। গতকাল কানাডার বিপক্ষে খেলতে নেমে তাকে ছাড়িয়ে গেলেন। মেসি ২০০৭ সাল থেকে চলমান আসর পর্যন্ত ৭টি              কোপা আমেরিকায় অংশ নিয়ে খেললেন ৩৫ ম্যাচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর