রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সেমির স্বপ্ন টিকে থাকল উইন্ডিজের

ক্রীড়া প্রতিবেদক

সেমির স্বপ্ন টিকে থাকল উইন্ডিজের

ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফিরেছে জয়ের পাইপলাইনে। গতকাল ব্রিজটাউনে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাত্তাই দেয়নি টি-২০ বিশ্বকাপের আরেক সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে। রোস্টন চেইসের ঘূর্ণি ও শাই হোপের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৫ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রইল দুবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের। টানা দুই ম্যাচ হেরে কার্যত টি-২০ বিশ্বকাপ শেষ যুক্তরাষ্ট্রের। দলটি প্রথম ম্যাচে ১৮ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে এবং ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হেরেছিল টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। গ্রুপ-২ এ টানা দুই জয়ের সবার ওপরে দক্ষিণ আফ্রিকা এবং একটি করে ম্যাচ জিতেছে দুই বিশ্বচ্যাম্পিয়ন।

ব্রিজটাউনে গতকালের ম্যাচটির সমীকরণ ছিল জয়ের। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না দুই দলেরই। কারণ, দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। এমন সমীকরণের ম্যাচে যুক্তরাষ্ট্র কোনো লড়াই করতে পারেনি। প্রথমে ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল, ম্যাচসেরা রোস্টন চেইস ও আলঝারি জোশেপের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ২৯ রান করেন আন্দ্রেস গুজ। ১৬ বলের ইনিংসটিতে ছিল ৩ চার ও এক ছক্কা। ক্যারিবীয় বোলারদের পক্ষে রাসেল ৩১ রানে ৩টি ও জোশেপ ৩১ রানে ২ উইকেট নেন। স্পিনার চেইসের স্পেল ৪-০-১৯-৩। টার্গেট ১২৯। দুই ওপেনার হোপ ও জনসন চার্লস ৭ ওভারে ৬৭ রানের ভিত দেন। চার্লস ১৫ রান করেন ১৪ বলে ২ চারে। দ্বিতীয় উইকেট জুটিতে ২৩ বলে ৬৩ রান যোগ করে দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন। হোপ ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৯ বলে ৪ চার ও ৮ ছক্কায় এবং পুরান অপরাজিত থাকেন ২৭ রানে। ১৬ বলের ইনিংসটিতে ছিল ১টি চার ও ৩ ছক্কা। 

 

 

সর্বশেষ খবর