রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

পেরু-চিলি লড়াই ড্র

ক্রীড়া ডেস্ক

পেরু-চিলি লড়াই ড্র

বারবার আক্রমণে গিয়েও পেরুর জালে বল জড়াতে পারেননি চিলির তারকা আলেক্সিস সানচেজ

কোপা আমেরিকায় এ গ্রুপের ম্যাচে গতকাল টেক্সাসের আরলিংটনে গোল শূন্য ড্র করেছে পেরু-চিলি। দুই পক্ষই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে গতকাল। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। পেরু সাতবার এবং চিলি ১১ বার জোরালো আক্রমণ করেছে প্রতিপক্ষের গোলমুখে। বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল চিলি। ৬৫ শতাংশ সময় বল তাদের পায়ে ছিল। পাসিংয়েও এগিয়ে ছিল চিলি। ৫১৭টি পাস দিয়েছে তারা ম্যাচজুড়ে। অন্যদিকে পেরু কেবল ২৭৪টি পাস খেলেছে। এ গ্রুপের এই ম্যাচ ড্র হওয়ায় পেরু ও চিলি দুই দলেরই সুযোগ থাকছে নকআউটে খেলার। এই গ্রুপের অপর দুই দল আর্জেন্টিনা ও কানাডা। এদিকে আজ কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে মেক্সিকো-জ্যামাইকা। বি গ্রুপে খেলছে এ দুটি দল। কনকাকাফ অঞ্চল থেকে কোপা আমেরিকায় অংশ নিচ্ছে এ মেক্সিকো ও জ্যামাইকা। এ ছাড়াও বি গ্রুপে আছে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। কাল ভোরে যুক্তরাষ্ট্র-বলিভিয়া খেলতে নামছে কোপা আমেরিকায়। সি গ্রুপে খেলছে এ দুটি। সি গ্রুপে খেলবে উরুগুয়ে এবং পানামাও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর