রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

এশিয়া কাপ জুনিয়র হকিতে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো নারী জুনিয়র এশিয়াকাপ চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। গতকাল ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে চার জয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছেন অর্পিতা-সারিকারা। ১০ গোলের মধ্যে অর্পিতা পালের স্টিক থেকে এসেছে তিনটি। আইরিন রিয়া, কনা আক্তার দুটি করে গোল করেন। নাদিরা লিসা ও সাজিদা বাকি তিন গোল করেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকি মেয়েদের বাছাইপর্বে সাত দলের মধ্যে চীনা তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের সমান ১২ পয়েন্ট। আজ বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সাত দলের মধ্যে শীর্ষে থাকা পাঁচ দলই খেলবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে। তাই এক ম্যাচ আগেই জুনিয়র এশিয়াকাপ খেলাটা নিশ্চিত হয়ে গেছে।

সর্বশেষ খবর