শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ইউরো কাপে নকআউটে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

ইউরো কাপে নকআউটে পর্তুগাল

উয়েফা ইউরো কাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোরা গত শনিবার এফ গ্রুপের ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে। পর্তুগালের পক্ষে একটি করে গোল করেন বার্নার্ডো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ। এ ছাড়াও তুরস্কের সামেত আকাইদিন আত্মঘাতী গোল করে পর্তুগিজদের জয়ের ব্যবধান বাড়ান। টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। এফ গ্রুপে দুই নম্বরে আছে তুরস্ক। শেষ ম্যাচে তারা চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করলেও শেষ ষোলোতে খেলার সুযোগ পেতে পারে। জার্মানি ও স্পেনের পর তৃতীয় দল হিসেবে ইউরো কাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগিজরা। ইউরো কাপে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বেলজিয়াম। ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম হেরে গিয়েছিল স্লোভাকিয়ার কাছে। গত শনিবার রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে টিকে থাকল বেলজিয়ামরা। ম্যাচের ২ মিনিটে ইউরি টিয়েলেম্যানস গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বেলজিয়াম। অবশ্য এই গ্রুপে সব দলেই সংগ্রহ ৩ পয়েন্ট করে। পরের ম্যাচে ইউক্রেনকে হারালেই নকআউট পর্বে খেলবে বেলজিয়াম। ইউরো কাপে আজ মাঠে নামছে আলবেনিয়া-স্পেন ও ক্রোয়েশিয়া-ইতালি। বি গ্রুপ থেকে স্পেন আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। আজ জিতলে ইতালিও খেলবে নকআউটে। তবে ইতালিকে হারাতে পারলে ক্রোয়েশিয়া খেলবে নকআউটে।

 

সর্বশেষ খবর