সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

চীনকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

চীনকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

এইচএফ অনূর্ধ্ব-২১ পুরুষ হকির বাছাই পর্বে দাপটের সঙ্গে খেলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেমিফাইনালেও প্রতিপক্ষ দলকে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের দল। তবে ফাইনালে শক্তিশালী চীন থাকায় চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত সব ভয়কে জয় করে বাংলাদেশ শিরোপার উৎসব করেছে। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-২ গোলে চীনকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। উত্তেজনাকর ম্যাচে প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দল।

দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ জ্বলে ওঠে। চীনের রক্ষণভাগ রীতিমতো কাঁপিয়ে দেয়। ২২-২৭ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। প্রথম ও তৃতীয় গোল আসে রকিবুল হোসেনের স্ট্রিক থেকে। দুটিই ফিল্ড গোল। মাঝখানে ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম ১টি গোল করেন। ৩৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন চীনের জিয়ালংলুর। ৪১ মিনিটে পেনাল্টি কর্নারে জিয়ান গোল করলে (৩-২) ম্যাচ জমে ওঠে। চাপে পড়ে যায় বাংলাদেশ। ৫৩ মিনিটে ব্যবধান ৪-২ করে বাংলাদেশ। বাকি সাত মিনিটে আর গোল না হওয়ায় বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়। বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে গতবারও চ্যাম্পিয়ন ছিল।

 

সর্বশেষ খবর