সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

টানা দুই ম্যাচে কামিন্সের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই ম্যাচে কামিন্সের হ্যাটট্রিক

৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি হ্যাটট্রিক। অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক প্যাট কামিন্স মাত্র দুই দিনের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন। গতকাল সকালে দ্বিতীয়টি করেন আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচ জিতলেও আফগানিস্তানের কাছে ২১ রানে হেরেছে অস্ট্রেলিয়া। অথচ ক্যারিয়ারে এর আগে কখনোই হ্যাটট্রিকের কীর্তি ছিল না এ ফাস্ট বোলারের। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়েন কামিন্স। ২০ ওভারের বিশ্বকাপে এটা অষ্টম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ হ্যাটট্রিক। এর আগে আরও চারজন বোলার দুটি করে হ্যাটট্রিক করেছেন। আগের চার বোলার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, সার্বিয়ার মার্ক পাভলোভিচ ও মাল্টার ওয়াসিম আব্বাস। গতকাল ১৮তম ওভারের ষষ্ঠ বলে রশিদ খানকে আউট করেন। ২০তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে কারিম জান্নাত ও গুলবাদিন নাইবকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩১ বছর বয়সি কামিন্স। বাংলাদেশ ম্যাচে ১৮ ও ২০তম ওভারে হ্যাটট্রিক করেন অসি ফাস্ট বোলার। টানা দুটি হ্যাটট্রিক করে কামিন্স উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমার মনে ছিল হ্যাটট্রিকের কথা। অস্ট্রেলিয়ার হয়ে শতাধিক ম্যাচ খেললেও হ্যাটট্রিক ছিল না। এখন পরপর দুই ম্যাচে দুটি। হ্যাটট্রিক করা অন্যরকম অনুভূতি।’

সর্বশেষ খবর