সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

জর্ডান-বাটলার ম্যাজিকে সেমিতে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

জর্ডান-বাটলার ম্যাজিকে সেমিতে ইংল্যান্ড

যে ইংল্যান্ড বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে ছিঁটকে যাচ্ছিল তারাই কিনা সেমিফাইনালে উঠে গেল।

গতকাল টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে য্ক্তুরাষ্ট্রকে ১০ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এখন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যারা জিতবে তারাও সেমিতে জায়গা করে নেবে। গতকাল শুধু জিতলেই চলত না, সেমিফাইনালে উঠতে নিট রানরেট বাড়াতে হতো ইংল্যান্ডকে। সেটাই করেছে তারা। যুক্তরাষ্ট্রের গড়া ১১৫ রানের জবাবে মাত্র ৯.৪ ওভার খেলে ১১৭ রান তুলে ১০ উইকেটে জিতে যায় তারা। এতেই সেমিফইনাল নিশ্চিত হয়ে যায়।

এ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন পেসার ক্রিস জর্ডান ও ব্যাটার জশ বাটলার। জর্ডান শুধু বিশ্বকাপ নয়, টি-২০ ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিকের গৌরব অর্জন করলেন।

অন্যদিকে বাটলার এবার বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও গতকাল তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ৩৮ বলে তিনি হার না মানা ৮৩ রানের ইনিংস খেলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অষ্টম ওভারে তিনি পাঁচটি ছক্কা হাঁকান। ইংল্যান্ড সেমিতে ওঠার পর এখন ফাইনালের স্বপ্ন দেখছে।

সর্বশেষ খবর