মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

মেসিদের সামনে সেই চিলি

মেসিদের সামনে সেই চিলি

টি-২০ বিশ্বকাপ নিয়ে যতই উত্তেজনা থাকুক না কেন, ফুটবলে ইউরো ও কোপা আমেরিকা নিয়ে আগ্রহ অন্য রকম। দুই টুর্নামেন্টে আট বিশ্বচ্যাম্পিয়ন দল অংশ নিচ্ছে। কোপায় আর্জেন্টিনা আর ব্রাজিল আছে বলেই বাংলাদেশের দর্শকদের উন্মাদনা আলাদা। মেসির আর্জেন্টিনা ইতোমধ্যে জয় দিয়ে কোপা মিশন শুরু করেছে। আজ সকালে ব্রাজিলের যাত্রা। আগের মতো শক্তিশালী নয় বলে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল কী করবে, তা নিয়েই সমর্থকরা চিন্তিত। তবে আর্জেন্টিনা আগামীকাল সকালে চিলিকে হারাতে পারলেই নকআউট পর্বে জায়গা করে নেবে। সকাল ৭টায় ‘এ’ গ্রুপে মেসিরা ম্যাচটি খেলবেন নিউজার্সিতে। কানাডাকে ২-০ গোলে হারিয়ে মেসিরা মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চিলি বলেই সতর্ক হয়ে খেলতে হবে।

কোপা আমেরিকায় চিলি দুবার চ্যাম্পিয়ন হয় ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে। সেমিতেও হারার রেকর্ড রয়েছে।

যদিও এবার চিলি শুরুতেই পেরুর সঙ্গে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারায়। তবু সতর্ক থাকবেন মেসিরা। ৩০ জুন আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচ খেলবেন পেরুর বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর