শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ক গিল

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ক গিল

জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। চলমান টি-২০ বিশ্বকাপে খেলা মূল দলের প্রায় সবাইকে বিশ্রামে রাখা হয়েছে। আছেন কেবল জয়সওয়াল ও সাঞ্জু স্যামসন। রিজার্ভ হিসেবে বিশ্বকাপে যাওয়া শুভমন গিল, রিংকু সিং, আভেশ খান ও খলিল আহমেদ আছেন জিম্বাবুয়ে সফরের দলে। নতুন মুখ নিয়ে গড়া এই দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে গিলকে। বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। জিম্বাবুয়ে সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লাক্সমান। গত আইপিএলে রানার্সআপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০৪.২১ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেন অভিষেক। আসরে সবচেয়ে বেশি ৪২ ছক্কা তার। আর রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৫৭৩ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান পারাগ। শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আলো ছড়ান নিতিশ। ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেন তিনি। পেস বোলিংয়ে রাখেন কার্যকর ভূমিকা। আসরে ১৩.১ ওভারে করে নেন ৩ উইকেট।

সর্বশেষ খবর