শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

নকআউটে জার্মানির সঙ্গী সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরো কাপে এ গ্রুপ থেকে নকআউটে জার্মানির সঙ্গী হলো সুইজারল্যান্ড। রবিবার মধ্য রাতে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইসরা। ম্যাচের ২৮ মিনিটে ড্যান আসানের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) নিকলাসের গোলে সমতায় ফেরে ইউরো কাপের স্বাগতিক জার্মানি। এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হিসেবে শেষ ষোলোতে খেলবে জার্মানরা। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ সুইজারল্যান্ড। রবিবার মুখোমুখি হয়েছিল হাঙ্গেরি-স্কটল্যান্ড। এ ম্যাচে স্কটিশদের ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। দলের পক্ষে যোগ করা সময়ে (৯০+১০) কেভিন গোল করেন। এই পরাজয়ে স্কটল্যান্ড বিদায় নিয়েছে। তবে আশা টিকে আছে হাঙ্গেরির। ছয়টি গ্রুপের তিন নম্বরে থাকা দলগুলোর মধ্যে সেরা চারটি দল খেলবে নকআউটে। পয়েন্টের হিসাবে হাঙ্গেরিও খেলতে পারে শেষ ষোলোতে। আজ ইউরো কাপে ডি গ্রুপের ম্যাচে ফ্রান্স- পোল্যান্ড এবং নেদারল্যান্ডস-অস্ট্রিয়া মুখোমুখি হচ্ছে। এই গ্রুপ থেকে পোল্যান্ড এরই মধ্যে বিদায় নিয়েছে। বাকি তিন দলেরই সুযোগ আছে নকআউটে খেলার।

এ ছাড়া আজ সি গ্রুপের ম্যাচে খেলতে নামছে ইংল্যান্ড-স্লোভেনিয়া এবং ডেনমার্ক-সার্বিয়া। এই গ্রুপে এখনো চার দলেরই সুযোগ আছে নকআউটে খেলার।

সর্বশেষ খবর