বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

হতাশার ড্রয়ে ব্রাজিলের শুরু

ক্রীড়া প্রতিবেদক

হতাশার ড্রয়ে ব্রাজিলের শুরু

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ২০০২ সালে চ্যাম্পিয়নের পর তারা আর বিশ্বকাপে ফাইনাল খেলতে পারেনি। ব্যর্থতার দায় নিয়ে কোচ তিতে দায়িত্ব থেকে সরে যান আগেই। নতুন কোচ এলেও ব্রাজিল তাদের চেনা রূপে ফেরেনি। অবস্থা এতটা সংকটাপন্ন যে, দল গড়তেই হিমশিম খাচ্ছে ব্রাজিল। তাদের রুগ্নদশা দেখে বিশ্বকাপ জেতা তারকা রোনালদিনহোও ক্ষুব্ধ। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এবার আমি কোপা আমেরিকা নাও দেখতে পারি। কারণ ব্রাজিল সেমিতে খেলাটাই কঠিন হবে।’ নিজের দেশকে নিয়ে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করার পর স্বাভাবিকভাবে সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। অথচ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল যে ভয়ংকর রূপ ধারণ করেছিল তাতে মনেই হচ্ছিল না কোনো সমস্যায় আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল ক্যালিফোর্নিয়ার মোফি স্টেডিয়ামে কোপা আমেরিকার ৯ বারের চ্যাম্পিয়নরা শুরু থেকেই কোস্টারিকাকে চাপে রাখে। একে একতরফা ম্যাচ বললেও ভুল হবে না। স্পষ্ট হয়ে উঠেছিল ব্রাজিল-কোস্টারিকার শক্তির পার্থক্য। ৯০ মিনিটের ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে বার বার আক্রমণে গিয়ে প্রতিপক্ষের দুর্গ কাঁপিয়ে দিচ্ছিল। গোলের জন্য ১৯টি শট নেয় ডরিভাল জুনিয়রের দল। গোল পেতে ব্রাজিলের ১০ জনই যেমন ওপরে উঠে খেলছিল, তেমনি কোস্টারিকার গোলরক্ষকসহ ১১ খেলোয়াড়ই আক্রমণ সামাল দিতে ব্যস্ত ছিলেন। এমন একতরফা ম্যাচে ব্রাজিলের কোপা মিশন শুরু হলো হতাশার ড্র দিয়ে। গোলশূন্য ড্র করে গ্রুপে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করেছে হলুদ জার্সিধারীরা। এই প্রথম কোস্টারিকার বিপক্ষে ড্র করল তারা। আগের ১১ লড়াইয়ে ১০টিতেই জিতেছিল ব্রাজিল, ১টি কোস্টারিকা। ব্রাজিল ড্র করলেও ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে মিশন শুরু করল কলম্বিয়া।

সর্বশেষ খবর