শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

আবাহনীর জয়ের দিনে কিংসের হার

আবাহনীর জয়ের দিনে কিংসের হার

বাফুফে আয়োজিত অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে ঢাকা আবাহনী দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। গতকাল বসুন্ধরা কিংস অনুশীলন মাঠে তারা ২-১ গোলে শেখ জামাল ধানমন্ডিকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইয়াসিন, নূর আলম ও বিজিতের পক্ষে মোহিন গোল করেন। এদিকে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ফটিস এফসি ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংসকে। আবদুর রহমান একমাত্র গোলটি করেন। আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও পুলিশ গোলশূন ড্র করেছে।

সর্বশেষ খবর