বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে নকআউটে ইতালি

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে নকআউটে ইতালি

রেফারির বাঁশি বাজলেই মাঠজুড়ে উৎসব করবে ক্রোয়েশিয়া। অথচ  শেষ ৩০ সেকেন্ডেই তাদের কপাল পুড়ল। উৎসবের বদলে কেঁদে মাঠ ছাড়তে হলো ক্রোয়েশিয়াকে। ১-১ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিই জায়গা করে নিল সেরা ষোলোর নকআউট পর্বে। ২০১৪ সালে ফেবারিটদের পেছনে ফেলে বিশ্বকাপের ফাইনালে উঠে বিশ্বকে অবাক করেছিল ক্রোয়েশিয়া। ইউরো কাপে গতকালকে তাদের ড্রটাও ফুটবলপ্রেমীদের বিস্ময় জাগিয়েছে। কেন এমন সময় গোল খাবে- তা ছিল ধারণার বাইরে।

প্রথমার্ধে ইতালি প্রাধান্য বিস্তার করে খেললেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ক্রোটরা গুছিয়ে খেলতে থাকে। পেলান্টি মিস করলেও ৫২ মিনিটে লুকা মডরিচের গোলে এগিয়ে যায় ক্রোশিয়া। ৮১ মিনিটে বদলি নামা জাক্কাগনিই ক্রোয়েশিয়ার সর্বনাশ করে দেন। তিনিই শেষ ৩০ সেকেন্ডে অসাধারণ গোল করে ইতালিকে বাঁচান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর