বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ইউরো কাপে চারবার ফাইনাল খেলেছে ইতালি

উয়েফা ইউরো কাপে চারবার ফাইনাল খেলেছে ইতালি। এর মধ্যে দুইবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার্সআপ হয়েছে। ১৯৬৮ সালে প্রথমবার ইউরো কাপে ফাইনাল খেলে ইতালি। সেবার নিজেদের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে যুগোস্লাভিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে তারা। এরপর ২০০০ সালে ফ্রান্স এবং ২০১২ সালে স্পেনের কাছে ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয় ইতালি। ২০২০ সালের আসরে (করোনার কারণে অনুষ্ঠিত হয় ২০২১ সালে) ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আরও একবার ইউরো কাপ জয় করে আজ্জুরিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর