শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের প্রতিপক্ষ সেই ইংল্যান্ড

আসিফ ইকবাল

ভারতের প্রতিপক্ষ সেই ইংল্যান্ড

গত দুই বছর দুই ফরম্যাটের বিশ্বকাপে দুবার স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। একটির প্রতিশোধ নিয়েছে রোহিতবাহিনী। আজ আরেকটির প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ পরিচিত দুই দল ভারত ও ইংল্যান্ড। দুই দলই ২০ ওভারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ভারত প্রথম আসরের চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন এবং ২০১০ সালেও শিরোপা জিতেছিল। দুই দল গায়ানার প্রোভিডেন্সে রাত সাড়ে ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। দুই দল দুই বছর আগে দুইমহাদেশের দুই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল ফাইনালে ওঠার লড়াইয়ে। অ্যাডিলেডে ফাইনালে ওঠার লড়াইটি ছিল পুরোপুরি একতরফা। রোহিতবাহিনীকে উড়িয়েছিল বাটলার বাহিনী। ১০ উইকেটে হারিয়ে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। দুই বছর পর সেই ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। রাতের সেমিফাইনালটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, রোহিত, বিরাট কোহলি, জশপ্রিত বুমরাহদের প্রতিশোধের লড়াইও।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে। এবার সুপার এইটে সেই হারের প্রতিশোধ নিয়েছে। এবার পালা ইংল্যান্ডের। দুই বছর আগে অ্যাডিলেডের হারের প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন ভারতীয় সমর্থকরা। সেই পথে হাঁটতে রাজি নন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ধরনের ক্রিকেট খেলছি পুরো টুর্নামেন্টে, সেটাই খেলে যাব। প্রতিপক্ষ কোন দল, আমাদের সেটার দেখার দরকার নেই।’ ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। দুই দলের পরিসংখ্যানের বিচারে প্রায় সমানে সমান। দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছে ২৩টি। ভারতের ১২ জয়ের বিপক্ষে ইংল্যান্ডের জয় ১১টি। টি-২০ বিশ্বকাপে দুই দল খেলেছে ৪ ম্যাচ। হার-জিত সমান ২টি করে। এমন পরিসংখ্যান জানাচ্ছে, আজও প্রোভিডেন্সে লড়াই হবে সমানে সমান। সেটা মাথ্য়া রেখে ভারতীয় অধিনায়ক সতীর্থদের বলেছেন চাপমুক্ত ক্রিকেট খেলতে।  তিনি বলেন, ‘সবাইকে বলেছি, খোলা মনে খেলতে। চাপ না নিতে। চাপমুক্ত ক্রিকেট খেললেই আমরা সফল হব।’

ইংলিশ অধিনায়ক জশ বাটলার রয়েছেন দারুণ ছন্দে। শুধু বাটলার নন, ফিল সল্ট, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জোফরা আর্চার, ক্রিস জর্দানরা রয়েছেন দারুণ ছন্দে। এমন একটি দল নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে মুখিয়ে আছেন ইংলিশ অধিনায়ক বাটলার। ইংলিশ অধিনায়ক চাইছেন দল স্বাভাবিক খেলা খেলুক। তিনি বলেন, ‘ভারত শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনালে শতভাগ ক্রিকেট খেলতে হবে দলকে। আমি চাই স্বাভাবিক ক্রিকেট খেলুক দল।’ ইংলিশদের পক্ষে বাটলার ৭ ম্যাচে ১৯১, সল্ট ৭ ম্যাচে ১৮৩, ব্রুক ৭ ম্যাচে ১২০, বেয়ারস্টো ৭ ম্যাচে ১১০ রান করেন। বোলিংয়ে ৯টি করে উইকেট নেন আর্চার, রশিদ। জর্দান নেন হ্যাটট্রিকসহ ৭ উইকেট। কোহলি ছাড়া ভারতীয় ক্রিকেটারদের সবাই ছন্দে রযেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ বলে ৯২ রান করেন রোহিত শর্মা। রোহিত ১৯১, হার্দিক পান্ডিয়া ১১৬, ঋশভ পান্থ ১৬৭ ও সূর্যকুমার যাদব ১৪৯ রান করেন। বোলিংয়ে আর্শদ্বীপ সিং ১৫, বুমরাহ ১১, পান্ডিয়া ৮ ও কুলদ্বীপ যাদব ৭ উইকেট নেন। আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি নেই। রোহিত সেঞ্চুরি প্রায় করে ফেলেছিলেন অস্ট্রেলিয়া ম্যাচে। তিনি বলেন, ‘আমি সেঞ্চুরি করলাম কি না, সেটা বড় ব্যাপার নয়। আমার লক্ষ্য বোলারদের ওপর চাপ তৈরি করা।’ বৃষ্টিতে আজ ম্যাচ ভেসে যেতে পারে। প্রথম সেমিফাইনালে রেস্ট ডে রয়েছে। প্রথম ম্যাচ বাধাগ্রস্ত হলে, রাত সাড়ে ৮টায় শুরু হবে। ভারত-ইংল্যান্ড ম্যাচের কোনো রিজার্ভ নেই। যদি কোনো কারণে বৃষ্টিতে খেলা না হয়, তাহলে সুপার এইটে গ্রুপ শীর্ষ হওয়ায় ভারত ফাইনাল খেলবে।     

 

সর্বশেষ খবর