শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

আয়োজক হতে চায় বসুন্ধরা কিংস

বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের গ্রুপের খেলা কিংস অ্যারিনায় আয়োজন করতে চায়

ক্রীড়া প্রতিবেদক

আয়োজক হতে চায় বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসই প্রথম ক্লাব যারা ফুটবলে দক্ষিণ এশিয়ার মধ্যে নিজস্ব অর্থে হোম ভেন্যু তৈরি করেছে। যেখানে আবার আন্তর্জাতিক ম্যাচও অহরহ হচ্ছে। ভারতে ফুটবল টুর্নামেন্টের ছড়াছড়ি হলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু নেই। এখানেই থেমে থাকতে চায় না বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংস। বিশ্বকাপ বাছাই বা এএফসি কাপের ম্যাচগুলো ছিল হোম ভেন্যু হিসেবে। এখন চোখ পুরো টুর্নামেন্ট আয়োজনের দিকে। আগামী অক্টোবরে এএফসি চ্যালেঞ্জ লিগ গ্রুপ পর্বের খেলা শুরু হবে। আগস্টে টুর্নামেন্টের গ্রুপিং নির্ধারণে ড্র হবে। একই সঙ্গে আয়োজক ও ভেন্যুর নামও ঘোষণা হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের গ্রুপের খেলা কিংস অ্যারিনায় আয়োজন করতে চায়।

এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের খেলাগুলো আয়োজন করতে চাই। আমরা দায়িত্ব নিতে এএফসির কাছে আবেদন করব। জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এর আগেই আমাদের আবেদনপত্র জমা দেব। আশা করি সবকিছু বিবেচনা করে এএফসি রাজি হবে। কিংস অ্যারিনায় ফিফাস্বীকৃত প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ও এএফসি কাপের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এখানে আমরা এএফসির প্রশংসা পেয়েছি। তাই আশাবাদী।’

উল্লেখ্য, ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলা। কোন গ্রুপে কে খেলবে বলা মুশকিল। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ক্লাবগুলোও চ্যালেঞ্জ লিগে রয়েছে। কিংস অ্যারিনায় ম্যাচ হলে আর গ্রুপে মধ্যপ্রাচ্যের দল থাকলে তা হবে উপভোগ্য। এ নিয়ে টানা পাঁচবার এএফসির টুর্নামেন্টে কিংস খেলছে। আর তা টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়ায়

 

সর্বশেষ খবর