শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

লিওনেল মেসিদের কয়েকবারই স্বপ্নভঙ্গ করেছে চিলি। কোপা আমেরিকার ফাইনালে ২০১৫ ও ২০১৬ সালে আর্জেন্টিনাকে হারিয়েছে দলটা। লিওনেল মেসি তো অভিমানে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন। সমর্থকদের অনুরোধে তিনি ফিরে আসেন। জয় করেন কোপা আমেরিকা আর বিশ্বকাপ। তবে চিলির দেওয়ার ক্ষত নিশ্চয়ই এখনো পোড়ায় মেসিদের। এ কারণেই চিলির মুখোমুখি হলে বাড়তি সতর্ক দেখা যায় আর্জেন্টিনাকে। গতকাল কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে চিলিকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন মেসিরা। ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে। বার বার আক্রমণে গেলেও বেশ সতর্ক থেকে খেলেছে আর্জেন্টিনা। চিলিকে খুব একটা আক্রমণে যেতে দেয়নি। মাত্র তিনটা আক্রমণ করেছে চিলি। বিপরীতে আর্জেন্টিনার আক্রমণের সংখ্যা ছিল ২২টি। অন টার্গেট শট ছিল ৯টি। মেসি, ডি মারিয়ারা দারুণ সব সুযোগ তৈরি করেছেন। কিন্তু চিলির গোলরক্ষক ক্লাওডিও ব্রাভো হতাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্স লাইনকে। ম্যাচের ৮৮ মিনিটে আর্জেন্টিনাকে গোল উপহার দেন লটারো মার্টিনেজ। এদিকে গতকাল এই গ্রুপের অপর ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে কানাডা। পরের ম্যাচে চিলির সঙ্গে ড্র করলেই নকআউটে খেলবে কানাডা।

 

সর্বশেষ খবর