শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

ড্র করেও নকআউটে ফ্রান্স

ড্র করেও নকআউটে ফ্রান্স

উয়েফা ইউরো কাপে ফ্রান্স-পোল্যান্ড লড়াইয়ে মূল আকর্ষণ ছিলেন এমবাপ্পে-লেবানডস্কি। মঙ্গলবার ডর্টমুন্ডের ওয়েস্টফেলেন স্টেডিয়ামে এ লড়াইয়ে দুজনেই গোল করেছেন। দুটিই ছিল পেনাল্টি গোল। দুই তারকার গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স-পোল্যান্ড। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৭৯ মিনিটে পেনাল্টি গোলেই পোল্যান্ডকে সমতায় ফেরান লেবানডস্কি। অবশ্য এ ড্রতেই ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে পৌঁছে গেছে ফ্রান্স। এই গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রিয়া। তারা ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তিন দলই খেলবে শেষ ষোলোতে। মঙ্গলবার ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্লোভেনিয়া। দুই দল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ‘সি’ গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক-সার্বিয়া। এই গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ডেনমার্ক ও স্লোভেনিয়া দুই দলের সংগ্রহ ৩ পয়েন্ট করে। তবে ডিসিপ্লিনারি পয়েন্ট কম হওয়ায় ডেনমার্ক দুইয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তিন নম্বরে থেকেও নকআউট পর্বে খেলবে স্লোভেনিয়া। ছয়টি গ্রুপের তিন নম্বরে থাকা ছয়টি দলের মধ্যে সেরা চারটি দল খেলবে নকআউটে। এরই মধ্যে তিন নম্বরে থেকেও নকআউট পর্ব নিশ্চিত করেছে স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর