শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

হাসারাঙ্গাকে টপকে ফারুকির রেকর্ড

ক্রীড়া ডেস্ক

হাসারাঙ্গাকে টপকে ফারুকির রেকর্ড

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছে আফগানিস্তান। ক্রিকেট ইতিহাসে এটিই আফগানদের সর্বোচ্চ প্রাপ্তি। যে কোনো বিশ্বকাপে এটিই ছিল প্রথম সেমিতে খেলা। তবে এখানেই থেমে থাকতে হলো তাদের। দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ে তাদের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না। যাক, আফগানিস্তানের বিদায়ের আগে বোলিংয়ে বিরল রেকর্ড গড়েছেন ফজল হক ফারুকি। ব্যক্তিগত অর্জন হলেও তার দেশের ক্রিকেটের জন্যও গৌরবের। বিশ্বকাপ থেকে বিদায়ের আগে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিজের করে নিলেন বাঁ-হাতি এ পেসার। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ডটি স্পর্শ করেছিলেন ফারুকি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের একমাত্র উইকেটটি নিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। কুইন্টল ডি কককে বোল্ড করে আফগান পেসার আসর শেষ করলেন ১৭ উইকেট নিয়ে। ২০২১ আসরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৬ উইকেট নিয়ে এক বিশ্বকাপে রেকর্ডটি ছিল হাসারাঙ্গার। ২৩ বছর বয়সি ফারুকি এবার দুর্দান্ত বোলিং করেন। উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ৫ উইকেট নেন মাত্র ৯ রান দিয়ে। পরের ম্যাচেই শক্তিশালী নিউজিল্যান্ডের ৪ উইকেট নেন।

সর্বশেষ খবর